মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া জগতে আগমন ঘটা প্রভা এবার নিজেই ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেন। তা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নতুন আলোচনা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করেন প্রভা।
টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু ব্যক্তিগত কেলেঙ্কারি কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় কর্মজীবন বাধাপ্রাপ্ত হয়।
২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন প্রভা। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেল ইত্যাদি।
তিনি ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন। তবে এখনো পর্যন্ত কোন চলচ্চিত্রে কাজ করেননি।
ইনস্টাগ্রামে ভিডিও লিংক:
Facebook Comments
Default Comments