স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির বলেছেন, হযরত মীর সাহাবুদ্দিন (রা.) এর পূণ্যভূমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শেরপুর গ্রাম। আমি এই পূণ্যভূমি থেকেই আমার নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করছি। আমি বিগত নির্বাচনেও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করে বিজয় অর্জন করে মেয়র হিসেবে আপনাদের খেদমত করার সুযোগ পেয়েছি। ভবিষ্যতেও আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে আপনাদের পুনরায় খেদমত করার সুযোগ চাই। তিনি বলেন, ‘যেদিন থেকে দায়িত্ব পেয়েছি, সেদিন থেকে এক দিনও সময় নষ্ট করিনি। নির্বাচিত হওয়ার পর অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি।’…