মমিনুল হক রুবেল নবীনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের দাশকান্দি গ্রামের মেঘনা নদীতে অজ্ঞাতনাম এক মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
বোরকা পরিহিতা এই মহিলার আনুমানিক বয়স ৪৫ বছর। লাশের গায়ে কোন আঘাতে চিহৃ নেই এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার দাসকান্দি গ্রামের মেঘনার পারে লাশটি দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। লাশটি একদম তরতাজা গায়ে কোন ধরনের আঘাতের দাগ নেই। ধারনা করা হচ্ছে, হয়তো এটি নৌ-দুর্ঘটনা নতুবা শ্বাসরোদ্ধ করে মেরে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে নবীনগর থানার ওসি তদন্ত রুহুল আমীন জানান, লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং ময়না তদন্তের রিপোর্ট পেলে বুঝা যাবে এটি হত্যা না কোন দূর্ঘটনা।
Facebook Comments
Default Comments