স্টাফ রিপোর্টার:
অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করে নতুন বছর শুরু করলো ব্রাহ্মণবাড়িয়ার জেলা ছাত্রলীগ পরিবার।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিভিন্ন স্থানে এসব মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাত শোভন বিষয়টি জানিয়েছেন।
তারা বলেন, বছরের প্রথম প্রহরই ভালো কাজ দিয়ে শুরু হোক। এরই ধারাবাহিকতায় জননেতা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির পক্ষ থেকে জেলা ছাত্রলীগের উদ্যোগে পৌরসভার সদর হাসপাতাল, থানাব্রিজ, স্টেশনের অসহায়, দরিদ্র ও শীতে কষ্ট করা এমন ১০০ জনের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। বঙ্গবন্ধু যেমন মানুষের পাশে থেকেছেন বঙ্গবন্ধুর গড়া ছাত্রলীগও মানুষের পাশে আছে ও ভবিষ্যতে থাকবে।
শীতবস্ত্র বিতরণে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা, আজিম মোল্লা, জাহিদ হাসান জেনি, জিদনি ইসলাম, রাসেল, অভি, উৎস প্রমুখ।
Facebook Comments
Default Comments