স্টাফ রিপোর্টার:
চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভাসহ দেশের ৫৬টি পৌরসভার ভোট হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
রোববার ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল শুরু হবে ১৭ জানুয়ারি। বাছাই ১৯ জানুয়ারি। প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার ২৬ জানুয়ারি। চতুর্থ ধাপে ৩১টি পৌরসভায় ইভিএম-এ ও বাকি ২টিতে ব্যালটে ভোট গ্রহণ হবে।
Facebook Comments
Default Comments