মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রেস ক্লাবের নির্বাচন অাজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত নির্বাচন অনুষ্টিত হয়েছে। কার্যনির্বাহী কমিটির ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
ভোটে দুই বছরের জন্য নবীনগর প্রেস ক্লাবের সভাপতি পদে বিজয় টিভি ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি জালালউদ্দিন মনির ও সাধারণ সম্পাদক পদে মোহনা টেলিভিশনের প্রতিনিধি সাইদুল আলম সোরাফ নির্বাচিত হয়েছেন।
প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে তাজুল ইসলাম চৌধুরী (দৈনিক বাংলাদেশের আলো), সহ-সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা (দৈনিক যায়যায়দিন) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মশিউর রহমান (আনন্দ টিভি)।
বিনা প্রতিদ্বন্ধিতায় অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক সেলিম রেজা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কামরুল ইসলাম, সদস্য মনির হোসেন, সদস্য আবদুল হাদী, কোন প্রার্থী না থাকায় সহ-সভাপতি পদে নির্বাচন হয়নি।
Facebook Comments
Default Comments