স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী তাকজিল খলিফা কাজল বিজয়ী হয়েছেন। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো তিনি মেয়র নির্বাচিত হয়েছেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর রাতে গণনা শেষে এ ফলাফল জানান জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জিল্লুর রহমান।
তিনি জানান, নির্বাচনে মেয়র পদে তাকজিল খলিফা কাজল পেয়েছেন ১৫ হাজার ১৪৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জয়নাল আবেদীন আব্দু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭৮ ভোট। এছাড়া নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল হক ভূইয়া পেয়েছেন ৫৯৫ ভোট এবং মোবাইল ফোন প্রতীক নিয়ে মো. শফিকুল ইসলাম পেয়েছেন ২১১ ভোট।
Facebook Comments
Default Comments