স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ছাড়া বাকি যে দুইজন প্রার্থী রয়েছেন- তাঁদের একজন দিনের বেলা ঘুম থেকে উঠতে পারেননা, অপরজন আগুনসন্ত্রাসী। তাদেরকে ভোট দিলে পৌরসভা হবে নৈশ ও আগুনসন্ত্রাসের পৌরসভা। সেজন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ার কবিরের কোনো বিকল্প নেই।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিন পৈরতলায় অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় বক্তারা এসব কথা বলেন। আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে দক্ষিণ পৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিরণ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জ্যেষ্ঠ সহসভাপতি হেলাল উদ্দিন, সহসভাপতি মজিবুর রহমান বাবুল, সহসভাপতি ও মেয়র প্রার্থী নায়ার কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ মিজানুর রোজা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিএনপি মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর কেউ নির্বাচিত হলে দক্ষিণ পৈরতলার কোনো উন্নয়ন হবেনা, বরং ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু নায়ার কবির নির্বাচিত হলে দক্ষিণ পৈরতলা তথা পৌরসভার উন্নয়ন হবে। পৌরবাসির উন্নয়নে নায়ার কবিরের কোনো বিকল্প নেই, সেজন্য তাঁকেই নির্বাচত করতে ভোটারদের প্রতি অনুরোধ জানান বক্তারা।
উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে বর্তমান মেয়র নায়ার কবির ছাড়াও স্বতন্ত্র প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভূইয়া ও বিএনপি মনোনীত প্রার্থী জহিরুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Facebook Comments
Default Comments